শেরপুরে মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন
সোহাগী আক্তার | প্রকাশিত: ১ মার্চ ২০২১ ২১:৫৮; আপডেট: ৩০ মে ২০২৩ ০৪:৩৯
-2021-03-01-21-57-25.jpg)
শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে মাস ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্ভোধন করা হয়েছে।
আজ ১ মার্চ সোমবার, সন্ধ্যায় ডিসি উদ্যানের মুক্ত মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধনী সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এসময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেড সাইয়েদ মোর্শেদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার মো. নাহিদ হাসান চৌধুরী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমূখ।
মাস ব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আদিবাসী সাংস্কৃতিক সংগঠন এতে নাচ, গান, জারি গান ও নাটক পরিবেশন করবেন।
বিষয়: সদর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন