কবিতা: বিদ্যালয়

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৩; আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৪

ছবি: শেরপুর ট্রিবিউন

বিদ্যালয়

বিদ‍্যালয় শব্দটি হতে পারে
ছোট বটে,
এখান থেকেই জ্ঞানের আলোর
বিকাশ ঘটে।

বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যেন
বাগানে ফোটা ফুল,
তারাই শুধরে দিতে পারে
পৃথিবীর সকল ভুল।

এখানে স্বপ্ন লক্ষ্য হয়ে থাকে স্থির,
এখানেই জন্ম নেয় বোধ,
বিদ‍্যালয় শুধু শিক্ষাকেন্দ্র নয়
ছাত্র শিক্ষকের হৃদয়ের সৌধ

-মো: আবু সাঈদ, সহকারী শিক্ষক, ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 





এই বিভাগের জনপ্রিয় খবর
Top