কবিতা: শিক্ষক

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৬; আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬

ছবি: শেরপুর ট্রিবিউন

শিক্ষক

শিক্ষক আমি শিক্ষাদানে
ছড়িয়ে দেই আলো,
আলোকবার্তা ছড়িয়ে দিয়ে
মুছে দেই কালো।

বন্ধুর মত ছাত্রের পাশে
থাকি সর্বদা,
মনযোগে শুনি আমি
তাদের সব কথা।

পড়াই আমি ছন্দমালায়
বইয়ের প্রতিটি লাইন,
শিখিয়ে দেই শ্রদ্ধাভক্তি
সত্য মিথ্যা ভালোমন্দ আইন।

-মো: আবু সাঈদ, সহকারী শিক্ষক, ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top