কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করল শেরপুরের দুর্জয় মামুনের গান।

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০ ২০:২৯; আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০৮:৩৯

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি দুর্জয় মামুনের সুর ও সঙ্গীত পরিচালনায় "কেন পিরিত শেখালে" গানটি কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

গানটির কথা লিখেছেন জহুরুল ইসলাম জনি, গানটিতে কন্ঠ দিয়েছেন এটিএন বাংলা'র রিয়েলিটি শো "মেঘে ঢাকা তারা"র ফাস্ট রানার আপ ফরিদা ইয়াসমিন। গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পায় সামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যার বর্তমান ভিউ ১কোটি ২০লাখের মত।

দুর্জয় মামুন শেরপুর সদর উপজেলার চরমোচরিয়া ইউনিয়নের নন্দীর বাজার এলাকার সন্তান। তার পুরো নাম আল মামুন সরকার। ছোট বেলা থেকে গানের প্রতি তার অগাধ আগ্রহ তার। সঙ্গীতের প্রতি ভালবাসাই তাকে এই প্রাপ্তি এনে দিয়েছে বলে তিনি মনে করেন।


এ পর্যন্ত তিনি প্রায় ৫০টি'র অধিক গানে সঙ্গীত পরিচালনা ও সুর করেছেন যার অধিকাংশ গানই পেয়েছে দর্শক জনপ্রিয়তা। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ 'খোদা কেন তোমার লাগি আমায় বানায় নাই?'; 'কইলজায় মারলি কোপ'; 'হৃদয় পিঞ্জরে'; 'দেউলিয়া'; 'অনুভূতি'; 'স্মৃতির যন্ত্রণা'।
দূর্জয় মামুন শেরপুর ট্রিবিউন কে জানান, "আমি ভাল গানের সাথে থাকতে চাই, শ্রোতাদের ভাল গান উপহার দিতে চাই, আমার গানের মাধ্যমে আমার অবেহেলিত শেরপুর জেলাকে প্রতিনিধিত্ব করতে চাই।"



বিষয়:



এই বিভাগের জনপ্রিয় খবর
Top