শেরপুরে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কর্তৃক মাস্ক বিতরন কর্মসূচি

সাদেকুর রহমান বাবু | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১ ০১:৫০; আপডেট: ৩০ মে ২০২৩ ০২:৫৭

ছবিঃ শেরপুর ট্রিবিউন

শেরপুরের নকলায় "সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন" কর্তৃক মাস্ক বিতরন কর্মসূচি পালিত হয়েছে। কোভিট-১৯ থেকে রক্ষা পেতে অত্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জোতি ও নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদারের নির্দেশে জনসচেতনতা বৃদ্ধি ও সৃষ্টির লক্ষ্যে নকলা শহরের প্রত্যেকটি জায়গায় পথসভা ও মাস্ক বিতরন কর্মসূচি পালন করা হয়।

২৫ মার্চ বৃহস্পতিবার নকলা বাজারে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আলী নকিবের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

এসময় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, নকলা উপজেলা শাখার সভাপতি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক মোঃ ফিরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনির, জেলা শাখার বিজ্ঞান বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, পৌর শাখার অন্যতম স্বেচ্ছাসেবক রাসেল সহ,আরও অনেকেই উপস্থিত ছিলেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top