শেরপুরে নতুন করে করোনা শনাক্ত ৪ জনের

নিজস্ব প্রতিবেদন | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১ ১০:১৫; আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১০:১৮

ছবিঃইন্টারনেট

শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন আর নালিতাবাড়ী উপজেলার একজন রয়েছেন।

৩ এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬১৪ জন, যা নমুনা পরীক্ষার ৬.৬৬ ভাগ৷

এই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৯ জন, যা মোট আক্রান্তের ৯৭.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২.১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনই জেলায় ২ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২১৮ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ২১৬ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ২ জনের।

তিনি আরও জানান, আজ জেলায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ১১৫০ জন। জেলায় মোট টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৬২ জন। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top