আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঝিনাইগাতী উপজেলার পরিচিতি সভা অনুষ্ঠিত

মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৫; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫০

ছবি: শেরপুর ট্রিবিউন

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ), ঝিনাইগাতী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতী বাজারে এ উপলক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাসুফ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহ সভাপতি দিপু কুমার সূত্রধর, সহ সভাপতি সোহেল রানা, সহ সভাপতি এরশাদ হোসেন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান কবির সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক  সাখাওয়াত হোসেন অপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শেরপুর শহর শাখার সভাপতি মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হান্নান, শেরপুর সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, নকলা নকলা উপজেলা শাখার আহবায়ক আবু হেনা হিমেল, সদস্য সচিব রাকিবুল হাসান নিশাত, নালিতাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মো: হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আমাসুফ ঝিনাইগাতি উপজেলা শাখার  সভাপতি সাখাওয়াত হোসেন পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাসুফ ঝিনাইগাতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান।

উল্লেখ্য, কেন্দ্রীয় কোওর্ডিনেটর অংকুর আহমেদ রিংকুর সমন্বয়ে আমাসুফ শেরপুর জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত ঝিনাইগাতী উপজেলা শাখার নতুন এ কমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিচালক  মুরাদ হোসেন উজ্জ্বল অনুমোদন করেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top