নালিতাবাড়ীতে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫২; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৪:৪৪

ছবি: শেরপুর ট্রিবিউন

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৯তম বাংলাশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের)  এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরুয়াজানি হাসান উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে মুক্তিযোদ্ধা মঞ্চে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর একই মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা  চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু। ফাইনাল রাউন্ডে অনুষ্ঠিত বালকদের ফুটবল খেলায় অংশগ্রহণকারী ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াবিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বালিকাদের ফুটবল খেলায় অংশগ্রহণকারী আব্দুল হাকিম স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরুয়াজানি হাসান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও গ্রীষ্মকালীণ এ ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর ও একাডেমিক সুপারভাইজার শাহ জামাল উপস্থিত ছিলেন।

এছাড়াও গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা’র আহবায়ক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, সদস্য সচিব সহকারী শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, যোগেন রায়, হারুণ অর রশিদ, কাজী নজরুল ইসলাম, আমিনুল ইসলাম বিএসসি, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদউল্লাহ তালুকদার মুকুল, সাবেক মন্ত্রী পুত্র শওকত সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top