এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে

ঝিনাইগাতীতে কোচ যুব সম্মেলন অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:০১; আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:০২

ছবি: শেরপুর ট্রিবিউন

শেরপুরের ঝিনাইগাতীতে কোচ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডুর সভাপতিত্বে ও মিথুন কোচের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, এসআইএল এর সহ প্রকল্প পরিচালক শান্তা মারিয়া ডি কস্তা, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোচ রতন কুমার বর্মন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা।

এসময় সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার সুজল সাংমা ও এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ অন্যান্যরা। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, কোচ, হাজং, আদিবাসীসহ বিভিন্ন গোত্রের সম্প্রদায়কে সহযোগিতা করে আসছেন। এছাড়াও দিন দিন তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে সরকার। কোচ সম্মেলনে ৩-শতাধীক যুব-কোচ অংশগ্রহণ করে।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top