ছাত্রলীগ নেতা হাজ্জাজ-এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ।
শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ০৬:২২; আপডেট: ২৩ জানুয়ারী ২০২১ ০৬:৩৪

বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর জেলা শাখার সহ সভাপতি হাজ্জাজ বিন ইউসুফের উদ্যোগে ঝিনাইগাতি উপজেলার ৭ নং মালিঝিকান্দা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের হাসলিগাঁও গ্রামের প্রায় ১০০ জন গরীব, অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি শুক্রবার দুপুরের পর স্থানীয় হাসলিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালিঝিকান্দা ইউনিয়নের ৪ নাম্বার ওয়য়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহি সংসদের সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল, শেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুর রহমান আতিক, আইন বিষয়ক সম্পাদক তুষার আল নূর, ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ, ঝিনাইগাতি শাখার সভাপতি আজাদুর রহমান রাজিব, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ রাকিব, বিশিষ্ট সমাজ সেবক রাসেল আহমেদ সহ সমাজের গণ্যমান্য লোকজন।
উল্লেখ্য, ঝিনাইগাতি উপজেলাটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে শীতের প্রকোপ বেশি। তাছাড়া বর্তমানে চলমান শৈত্য প্রবাহে এ অঞ্চলের গরীব-দুঃখী মানুষের খুবই দুর্বিসহ সময় কাটাতে হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফ জানান, "এ ধরণের সাময়িক প্রাকৃতিক সংকট কারও একাএ পক্ষে মোকাবেলা করা সম্ভব না। সমাজের অন্যান্য বিত্তবান শ্রেণী যদি এগিয়ে আসে তাহলে দুস্থদের জন্য খুবই উপকার হবে"।
এ ছারাও হাজ্জাজ পরবর্তীতে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এ কম্বল বিতরণ কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।