প্রীতি ম্যাচে উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন উপজেলা পরিষদ

মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ ১০:০৬; আপডেট: ২৫ জানুয়ারী ২০২৩ ১০:০৯

ছবি: শেরপুর ট্রিবিউন

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা পরিষদ দল। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় পায় উপজেলা পরিষদ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা শেষে আনন্দে ভিন্ন মাত্রা যোগ করতে প্রীতি ফুটবল ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত হয় উপজেলা প্রশাসন দল। অপরদিকে  বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের নিয়ে গঠিত উপজেলা পরিষদ দলকে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু। প্রথমার্ধে খেলা গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মনজুরুল আহসান ও ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসারের গোলে এগিয়ে যায় উপজেলা পরিষদ। পরে অতিরিক্ত সময়ে উপজেলা নির্বাহী অফিসারের এগিয়ে দেওয়া বলে গোল করে ব্যবধান কমায় উপজেলা প্রশাসন। খেলাটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেষ্ঠ্য সাংবাদিক এম.এ. হাকাম হীরা।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top