গার্মেন্টস পণ্যের পাশাপাশি শুটকি মাছ ও প্লাস্টিক পন্য রপ্তানীতে আগ্রহ বাংলাদেশী ব্যবসায়ীদের

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে গার্মেন্টস পণ্য আমদানি করতে চায় ভুটান

মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩০; আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩১

ছবি: শেরপুর ট্রিবিউন

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল দিয়ে ভুটানের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভুটান সরকার। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য নিতে বাংলাদেশের সাথে চুক্তি করেছে ভুটান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সে চুক্তির অংশ হিসেবে ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে আসেন। ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল সাংবাদিকদের জানান, ভুটানের সাথে বাংলাদেশের কোন বৈরিতা নেই। এখন শুধু এই রুটে ভারতের সাথে ট্রানজিট চুক্তি অনুমোদন হলেই বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যসহ শতাধিক পণ্য ভুটান আমদানী করতে পারবে।

বন্দর পরিদর্শন শেষে ভুটানের রাষ্ট্রদূত স্থানীয় আমদানী-রপ্তানীকারক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশী ব্যাবসায়ীরা জানান অন্যান্য পথের চাইতে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভুটান থেকে ঢাকার দুরত্ব অনেক কম। তাই এই এই পথ ব্যবহার করে ভুটান থেকে পন্য আমদানী ছাড়াও বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যের পাশাপাশি শুটকি মাছ ও প্লাস্টিক পন্য রপ্তানী করতে ইচ্ছে প্রকাশ করেন।

এসময় বাংলাদেশ কাস্টমস কমিশনার ওয়াহিদা চৌধুরী, ভুটানের বানিজ্যিক মন্ত্রণালয়ের কমিশনার কেনচো থাইলো, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারি পরিচাক পার্থ বরুয়া, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top