শেরপুর জেলা পুলিশের মাসিক আপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শেরপুরের শ্রেষ্ঠ ওসি এমদাদুল হক

ক্লোডিয়া নকরেক কেয়া | প্রকাশিত: ২০ মার্চ ২০২৩ ০১:৩৭; আপডেট: ২০ মার্চ ২০২৩ ০১:৪১

ছবি: শেরপুর ট্রিবিউন

শেরপুর জেলার ৫টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক। রোববার (১৯ মার্চ) জেলা পুলিশের মাসিক আপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গেয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আশরাফুল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. ওমর ফারুক। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রুবেল মিয়া।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক আপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পিবিআই, সিআইডির প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top