নকলায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
সাদেকুর রহমান বাবু | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৩:৪৩; আপডেট: ২৪ মে ২০২২ ১১:৫০

শেরপুরের নকলা উপজেলায় কৃষক ও কৃষাণীদের নিয়ে ২০২১-২২ অর্থ বছরের কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল রোজ বৃহস্পতিবার নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শতাধিক কৃষক কৃষাণীদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর জেলার বীজ প্রত্যয়ন অফিসার ছালমা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মাহমুদুল হাসান মূসা, ওয়ার্ডের অতিরিক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু মোতালেব ও আল আমিন সহ শতাধিক কৃষক কৃষাণী।
অনুষ্ঠানে বক্তারা সরিষা চাষের মাধ্যমে তেলের উৎপাদন বৃদ্ধি এবং তেলের ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে কৃষকদের উদ্ভুদ্ধ করেন।
বিষয়: নকলা মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন