নকলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত দুই

সাদেকুর রহমান বাবু | প্রকাশিত: ৫ মে ২০২২ ১৫:০৪; আপডেট: ৩১ মার্চ ২০২৩ ০২:৫৪

প্রতিকী ছবি (ইন্টারনেট হতে সংগৃহীত)

শেরপুরের নকলা উপজেলায় একজন মোটরসাইকেল আরোহী নিহত।নিহত ব্যাক্তি পেশায় একজন ফল ব্যবসায়ী। ঈদের আনন্দ শোকে শুকান্নিত হয়েছে ফল ব্যবসায়ীর পরিবারে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত আনোয়ারুল ইসলাম ঈদের ছুটিতে বাড়ি এসে এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নালিতাবাড়ী বাইপাস মোড়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন আনোয়ারুল এবং গঠনাস্থলেই মারা যান। নিহতের সাথে থাকা আরও দুজন আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় একজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, অপরজনকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত আনোয়ারুল ইসলাম ঢাকার উত্তরায় ফলের ব্যবসা করতেন। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে দুদিন আগে বাড়ি এসেছিলেন। নিহত আনোয়ারুল উরফা ইউনিয়নের কৃষক সফিকুল ইসলামের বড় ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top