আওয়ামীলীগের উপ কমিটিতে স্থান পেলেন শেরপুরের কৌশিক।

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩৭; আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:১৭

কৌশিক আহমেদ। ফাইল ফটো

শেরপুর জেলার কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক কৌশিক আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা  উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

কৌশিক আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন সাবেক এই ছাত্রনেতা। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য পদ লাভ করায় তার নিজের জেলা শেরপুরের আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা আনন্দিত।

তার এই সফলতার প্রসংগে কৌশিক আহমেদ বলেন, "ছাত্রজীবন থেকে ছাত্রলীগের হয়ে সাধারণ ছাত্রসমাজ এবং দলের জন্য কাজ করছি কখনো জীবনের পরোয়া করিনি, এখন দলের সভানেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি"।

উল্লেখ্য, কৌশিক আহমেদ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ডাটাবেজ টিম এর একজন সদস্য হিসেবেও কাজ করছেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top