মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখা'র কমিটি গঠন।

জহুরুল ইসলাম জনি | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ০০:১৫; আপডেট: ২০ মে ২০২৪ ০৭:৪১

ছবিঃ সংগৃহীত

আজ ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখা'র কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আতিউর রহমান আতিক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান আকন্দ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর বাবু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহান আক্তার সুমি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিন্নত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শেষে আজকে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কমিটি গঠন করা হয়। শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সভাপতি ও ডা. শারমিন রহমান অমিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যথাক্রমেঃ
সিনিয়র সহ সভাপতি জেসমিন রহমান রুপালী,
সহ সভাপতি ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস,
সহ সভাপতি ডা. তাসনোভা রাইসুল শশী সহ সভাপতি আসাদুজ্জামান।
যুগ্ম-সাধারণ সম্পাদক রুকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক ছাইফুল আলম শাহীন।
সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি ও আবুল হাসেম।
অর্থ বিষয়ক সম্পাদক হাসিবুল আলম, দপ্তর সম্পাদক আহসান হাবীব সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, সমবায় ও প্রকল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এবিএম ছামিউল আলম,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হোসাইন আহাম্মদ,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান,
শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,
হিসাব ও নিরিক্ষা সম্পাদক জাকির হোসেন জুয়েল,
শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম,
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন সম্পাদক মোহাম্মদ হোসেন রাজীব,
যোদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মনি বেগম,

সদস্য আবু সালেহ মোহাম্মদ লুৎফুল নিয়াজ, উজ্জল মিয়া, বাদন চন্দ্র দে, কুতুবে রব্বানী রনি, সফিকুল ইসলাম, মাহমুদুর রহমানও রবিউল হাসান।



বিষয়:



এই বিভাগের জনপ্রিয় খবর
Top