111

03/14/2025 স্বতন্ত্র প্রার্থী আধারের নির্বাচনী প্রচারণায় বাধাদান ও ভাংচুর।

স্বতন্ত্র প্রার্থী আধারের নির্বাচনী প্রচারণায় বাধাদান ও ভাংচুর।

শেরপুর ট্রিবিউন

৭ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৫৬

আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে শেরপুরে চলছে ব্যপক প্রচারণা। প্রার্থীরা সকাল-সন্ধ্যা জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপিসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

এদের মধ্যে  পেয়ে জগ প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। তবে সম্প্রতি তার নির্বাচনী প্রচারণায় একাধিকবার বাধাদান সহ প্রচারণার ইজিবাইক, মাইক ও কেন্দ্র ভাংচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলনও করেন।

জনাব আধার বলেন, আজ ৬ই ফেব্রুয়ারী জেলা সদর হাসপাতাল রোডের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মোড়ে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী জগ মার্কা প্রতীকের প্রচার মাইক, ব্যাটারী চালিত ইজিবাইক, প্রচারক ও চালককে লাঞ্ছিত করেছে। এছাড়াও শহরের পূর্বশেরী এলাকায় জগ মার্কার নির্বাচনী কেন্দ্র ও দিঘার পাড় কলকল বাজারে নির্বাচনী কেন্দ্র ভাংচুর করে বন্ধ করে দেয়ার অভিযোগ আনেন তিনি।

এ ব্যপারে জনাব আধার আরও বলেন, জগ মার্কা প্রতীকের বিপরীতে যা হচ্ছে তা পুরোপুরি নির্বাচনী সুষ্ঠু পরিবেশের অন্তরায়। আজকের ঘটনা ইতোমধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনকে লিখিত ভাবে অবিহিত করা হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে লড়ে যাওয়ায় জেলা আওয়ামীলীগ আধারকে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করে। তবে, সে বহিস্কারাদেশকে গঠনতন্ত্র পরিপন্থী ও একতরফা বলে প্রচার করে আসছেন আধার।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com