119

03/14/2025 শেরপুর ও শ্রীবর্দি পৌরসভায় নৌকা বিজয়ী।

শেরপুর ও শ্রীবর্দি পৌরসভায় নৌকা বিজয়ী।

সোহাগী আক্তার

১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৮

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে পুরনো দেড়শো বছরের শেরপুর পৌরসভা ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। র‌বিবার (১৪ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় সাংবা‌দিক‌দের এতথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটা‌র্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (নৌকা) পেয়েছেন ২৯ হাজার ৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৭৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (জগ) পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট ও আরিফ রেজা (চামচ) পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট।

এদিকে জেলার শ্রীবরদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল (নৌকা) ৬ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত আবদুল হাকিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৪২ ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (জগ) প্রতীক পেয়েছেন ২ হাজার ৮৪৩ ভোট। ‌

রিটা‌র্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, শেরপুর পৌরসভায় ৩৫ টি কেন্দ্রে সকাল ৮ টা থে‌কে শুরু হয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠভা‌বে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হয়। ভোট শে‌ষে ই‌ভিএম মে‌শি‌নের মাধ্য‌মে ভো‌টের ফলাফল নি‌তে গে‌লে সমস্যা দেখা দেয়। প‌রে জেলা নির্বাচন অ‌ফিস থে‌কে এক‌টি টিম গি‌য়েও সমস্যা সমাধান কর‌তে না পারায় আটকে আ‌ছে পৌরসভার কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল। তাই ফলাফল উদ্ধা‌রে নষ্ট ই‌ভিএম মেশিন‌টি ঠিক করতে ঢাকা থেকে একটি এক্সপার্ট টিম রওনা হ‌চ্ছে।

শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। এরমধ্যে ৫০০২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক নির্বাচনী মাঠে শেরপুর পৌরসভায় ৩৫ টি কেন্দ্রের জন্য ৩ টি র্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং শ্রীরবদী পৌরসভায় ৯টি কেন্দ্রে ২৪ জন র্যাব, দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com