176

03/14/2025 নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাব্যগন্থ হস্তান্তর

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাব্যগন্থ হস্তান্তর

সাদেকুর রহমান বাবু

২৬ মার্চ ২০২১ ০৭:১৭

নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও শেকড় ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ ফিরোজ উদ্দিন এর সম্পাদনায় শেকড় ফাউন্ডেশনের সৌজন্যে ২০২১ বইমেলা উপলক্ষে প্রকাশিত "শেকড়" বইটি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুর রহমান এর নিকট উপহার স্বরুপ প্রদান করা হয়।

২৫ মার্চ রাত ৮ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে তার নিজ কার্যালয়ে বইটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেকড় ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও নকলা প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সফল সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, শেরপুর জেলার সভাপতি ও প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান বাবু, স্বেচ্ছাসেবী কর্মী শ্যামলসহ আরও অনেকে।

বইটি বর্তমানে একুশে বইমেলায় জাহানারা প্রকাশনীর ২৬২ নং স্টল ও নকলা ফরহাদ ক্যাডেট একাডেমীর বিপরীতে মা স্টেশনারি এন্ড লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com