03/14/2025 স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ শেরপুর জেলার শ্রদ্ধা নিবেদন
সোহাগী আক্তার
২৬ মার্চ ২০২১ ২০:৫০
২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭ টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর রহমান।
এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া "বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ " শেরপুর জেলা শাখা আজ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে তাদের কার্যক্রমের শুভ সূচনা করেন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।