196

03/14/2025 নালিতাবাড়ীতে ভ্রাম্যমান প্রাণীজ পুষ্টি বিক্রি কার্যক্রম চালু

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান প্রাণীজ পুষ্টি বিক্রি কার্যক্রম চালু

হারুন অর রশিদ

১২ এপ্রিল ২০২১ ২০:০৪

শেরপুরের নালিতাবাড়ীতে করোনা পরিস্থিতিতে রমজান উপলক্ষে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, প্রাণী সম্পদ অফিসার মতিউর রহমান, নালিতাবাড়ী পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন রিপন সহ পোল্ট্রি ও ডেইরী এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।

প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রী ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) বিষয়টি বাস্তবায়ন করছে।

জানা যায়, প্রতিদিন চারটি ব্যাটারিচালিত ভ্রাম্যমাণ অটো ভ্যানগাড়ী নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘুরে ঘুরে প্রাণীজ পণ্য দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। ক্রেতাগণ ন্যায্য মূল্যে (পাইকারী দামে) এসকল পন্য ক্রয় করতে পারবে।

 


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com