03/13/2025 শেরপুরে কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের ইফতার বিতরণ
শেরপুর ট্রিবিউন
২৯ এপ্রিল ২০২১ ১৯:২০
আলোচিত সামাজিক সংগঠন "কৃষ্ণচূড়া ফাউন্ডেশন" এর উদ্যোগে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে শতাধিক পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সেবা প্রদান করা হয়েছে।
হাতে হাতে খাবার বিতরণ করলে অনেকে ইতস্তত বোধ করে এই বিষয়টি বিবেচনায় রেখে-২৮ এপ্রিল রোজ বুধবার সংগঠন এর স্বেচ্ছাসেবীরা শাপলা চত্ত্বর এ ইফতার সামগ্রী সাজিয়ে রেখে সেখান থেকে চলে আসে এবং রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষেরা স্বাচ্ছন্দ্যে সেই ইফতার গ্রহণ করে।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি আশিক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রুমান শাহ, মেহেদী হাসান সাকিব ও সায়ক হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক আহসান শাকিল, জেলা শাখার সভাপতি প্রিতম সাহা শুভ এবং সংগঠন এর সকল স্বেচ্ছাসেবীরা। মানবিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেরপুর জেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান মিল্লাত।অরাজনৈতিক এই সংগঠন টি করোনাকালে এবং বন্যায় বেশ কয়েকটি সফল কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিলো। এছাড়াও শেরপুর জেলার প্রথম সামাজিক সংগঠন হিসাবে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার সার্বিক খরচ ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে " কৃষ্ণচূড়া ফাউন্ডেশন"।
সভাপতি আশিক মাহমুদ বলেন "পাশে ছিলাম, আছি, থাকবো স্লোগানের আদর্শে কাজ করে যাচ্ছি আমরা, মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমাদের অর্জন"।
যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রুমান শাহ বলেন "কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই পুরোপুরি নিজস্ব অর্থায়নে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে"।