12/07/2024 মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে গালি দেওয়ায় আইনী পদক্ষেপ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা
শেরপুর ট্রিবিউন
২৮ জুন ২০২১ ০৫:২৪
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের একাংশ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত দুই বারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা'র পিতা প্রয়াত আব্দুল কুদ্দুস মেম্বারকে রাজাকার-আলবদর বলে গালি দিয়ে বক্তব্য দেওয়ায় মূল্যায়ন সভায় আইনী পদক্ষেপ, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (২৭জুন) বিকেলে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল্যায়ন সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হায়দার আলী মাস্টার, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলসপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফকর উদ্দিন নয়ন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ক্লোডিয়া নকরেক কেয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবু ইলিয়াস সাদ্দাম, শেরপুর জেলা ছাত্রলীগের কৃষি সম্পাদক এস.এ. রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনারুল, পৌর ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিয়াদ, নালিতাবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, নালিতাবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য মিনহাজুল ইসলাম বাবুল, নালিতাবাড়ী শহর যুবলীগের প্রচার সম্পাদক রকিবুল হাসান রকি প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভোটে দুইবারের নির্বাচিত কমান্ডার ও ভারতীয় কল্যাণ ট্রাস্টভূক্ত বীরমুক্তিযোদ্ধা আমার পিতা সাহাব উদ্দিনকে ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ সভাপতি, নকলা-নালিতাবাড়ীর গণমানুষের নেতা এবং নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ভাইয়ের পিতা মরহুম আব্দুল কুদ্দুস মেম্বারকে রাজাকার-আলবদর বলে গালি দেওয়া একমাত্র মাদকাসেবী ও দুর্নীতিবাজ ও কুরুচি সম্পন্ন ব্যক্তিদের পক্ষেই সম্ভব। এসময় তিনি আরো বলেন, অচিরেই মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতাকে নিয়ে এসব দুর্নীতিবাজ, মাদকসেবীদের বিরুদ্ধে মাঠে নামা হবে।
এসময় পরবর্তী কর্মসূচি হিসেবে মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের সমন্বয়ে বিক্ষোভ, মানববন্ধন ও আইনী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।