34

03/13/2025 জীবন_ভাষা!

জীবন_ভাষা!

কাউসার আহাম্মেদ

২৪ অক্টোবর ২০২০ ০৪:১২

সস্তায় প্রাপ্তির হোক কিংবা দুঃসাহসিক স্বপ্নের হোক, সুখের ঠিকানাটাই সবাই খুঁজে বেড়ায়, জন্ম থেকে মৃত্যু অবধি, চন্ডাল থেকে মহারাজ সবাই! সময়, সভ্যতা, সংস্কৃতি, জগত অন্তত তাই বলে। তাহলে কিষাণের দোষটাই বা কোথায় ছিল!!! সে তো সেই সুখ টুকুই চেয়েছিল, এত এক বাপ-মা পরিচয়হীন মানব সন্তানও চায়! তাহলে কেন তার আত্মার মৃত্যু ঘটিয়ে প্রায়শ্চিত্ত করতে হল?! সেওতো বৃষ্টির ফোটা কে মুক্তঝরার ধারা ভেবেছিল, কিন্তু বুঝতে পারেনি এতো সপ্তরং সৃষ্টিকারী জলকণাদের নিছক প্রতিযোগিতা! সেওতো সমুদ্রের ঢেউ এর সমতানে উদ্বেলিত হয়েছিল, কিন্তু সে বুঝতে পারিনি এতো অস্ফুট অর্থবহ শব্দ সৃষ্টিকারী জলরাশির নিজেদের মধ্যে বিজয়ী হওয়ার ছলনা!

সেওতো পাহাড়ী ঝর্ণায় আনন্দ আর বিশালতার সুর শুনেছিল কিন্তু বুঝতে পারেনি এতো উঁচু কারোর দানের স্বরমাত্র! খালি পায়ে হেটে মাটির মায়া আর শিশিরের পবিত্র ছোয়া নিতে গিয়ে সে হয়েছে অছুদ্ধ! কোলাহলের চেয়ে নিরবতার শিক্ষা নিতে গিয়ে সে হয়েছে আনকালচারড! ভালবাসার স্বর্গীয় অনুভূতির জায়গায় সে বুঝতে পেরেছে ভালবাসা তার নিছক দায়িত্ব অথবা কর্তব্য! এত, এত শিক্ষায় একদিন তার পরিসীমাও হয়তো পরিপূর্ণ হয়ে যাবে, তার অভিজ্ঞতার কলসও হয়তো আর বাজবে না! নীরব...নীরবতর...নীরবতম...হয়তোবা বোবা!! ও হ্যা, কিষানের সুখ প্রাপ্তি হয়েই গেলো কিন্তু! যাবেই হয়তো!!!


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com