355

03/13/2025 শেরপুরে যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন

শেরপুরে যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন

সোহাগী আক্তার

২২ মার্চ ২০২২ ০৯:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা যুবলীগের যুব সমাবেশ, আলোচনা সভা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২১ মার্চ) দুপুর ৩.৩০ টায় কামারের চর ইউনিয়ন পরিষদ চত্বরে শেরপুর জেলা যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী শৈবাল, জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা আব্দুল মতিন, শহর যুবলীগ নেতা মেহেদী হাসান, সাইমুম সুচন প্রমুখ। জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরিব মানুষের কথা বিবেচনা করে সারা দেশে একযোগে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন। আমরা আমাদের কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক আজ একশত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি পেয়াজ, একটি মিষ্টি লাউ। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে এই জনকল্যাণমুখী কাজগুলো সাধারণ মানুষ ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করবেন।

জেলা যুবলীগ নেতা শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন এবং তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিনত হয়েছে বাংলাদেশ। তাঁর নেতৃত্বে আজ নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষায় আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম স্থান অধিকার করে আছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবলীগ এতে অগ্রগামী ভূমিকা পালন করবে। এজন্যই আজ যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় শেরপুর জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ভাইয়ের নেতৃত্বে শেরপুর জেলা যুবলীগ এই খাদ্য সামগ্রী বিতরণ ও যুব সমাবেশ আয়োজন করেছে। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সৈকত জোয়ার্দার ভাই ও সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু ভাই সার্বিক তত্ত্বাবধান করেছেন। আজ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং জেলায় আরো ১০০ পরিবারের মাঝে এই সহায়তা পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলায় দেশপ্রেমি মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা আগামীতেও রাখবে ইনশাআল্লাহ।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com