03/14/2025 মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রাণীসম্পদ দপ্তরের প্রথম স্থান অর্জন
হারুন অর রশিদ
২৪ মার্চ ২০২২ ০২:২৮
নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রথম স্থান অর্জন করেছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।
উপজেলা পরিষদ চত্ত্বরে মুজিব শতবর্ষ মঞ্চে ৭ দিন ব্যাপী এই মেলায় ৩৭ টি স্টলের মধ্যে প্রথম স্হান করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
বুধবার (২৩ মার্চ) মেলার সপ্তম ও সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।