03/13/2025 শেরপুর জেলা যুবলীগের ইফতার বিতরণ
সোহাগী আক্তার
১৭ এপ্রিল ২০২২ ০৯:৪৩
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বাগরাকসা নতুন বাসস্ট্যান্ডে শেরপুর জেলা যুবলীগের আয়োজনে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। ইফতার বিতরণের পূর্বে আলোচনা সভায় শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, সম্মিলিত বেসরকারি বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ - সভাপতি ও জেলা যুবলীগ নেতা মাহবুবুল আলম লিমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী শৈবাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহিনুর রহমান শাহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগের নেতা আব্দুল মতিন, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, যুবলীগ নেতা ইমরান, শহর যুবলীগ নেতা মেহেদী হাসান, সাইমুম সুচন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে। এটি জননেত্রী শেখ হাসিনার ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি ফসল। আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ অর্জনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরিব মানুষের কথা বিবেচনা করে সারা দেশে একযোগে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন। আমরা কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক আজ ৫০০ জন সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবলীগ এতে অগ্রগামী ভূমিকা পালন করবে। এজন্যই আজ যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় শেরপুর জেলা যুবলীগ এই ইফতার বিতরণের ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সৈকত জোয়ার্দার ভাই ও সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু ভাই সার্বিক তত্ত্বাবধান করেছেন। ঈদের আগে দুস্ত মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। তাই আমরা বিশ্বাস করি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলার দেশপ্রেমি মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা আগামীতেও রাখবে ইনশাআল্লাহ।