শেরপুর শহরের খরমপুর এলাকার দিনমজুর স্বপন এর একমাত্র ছেলে ৫ বছরের ছোট্ট শিশু মুহিন হেমোফিলিয়া নামক জটিল রোগে আক্রান্ত। এটি একটি বংশানুক্রমিক জিনগত রোগ। এই রোগে রক্ত ও তঞ্চনে সমস্যা হয় তাই একবার রক্তনালী কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না।
এই জটিল রোগের চিকিৎসায় প্রতি মাসে ৬০০০ টাকার ১টি ইনজেকশন সহ দৈনিক ৫০০ টাকার বিভিন্ন ঔষধের প্রয়োজন হয় যা দিনমজুর বাবার পক্ষে খুবই কঠিন হয়ে দাড়িয়েছে। দীর্ঘদিন কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছে, যেগুলো অনেক ব্যয়বহুল। ছোট্ট এই শিশুটির পরিবার এতদিন তার চিকিৎসার খরচ বহন করে আসছে কিন্তু এখন এই খরচটা তাদের জন্য বহন করা কষ্টকর হয়ে যাচ্ছে। শিশুটিকে যেকোন মুহূর্তে অপারেশন করাতে হতে পারে বলে ডাক্তার জানিয়েছেন যা অনেক ব্যয়বহুল।
তাই আমাদের সকলের সাহায্য প্রয়োজন। আসুন সবাই সাধ্যমত সাহায্য করি। আমাদের চোখের সামনে আমাদের ছোট্ট ভাইটি অকালে ঝড়ে পরতে যাচ্ছে। তার এই অবস্থায় আমাদের সকলের সজাগ দৃষ্টি ও সহযোগিতার হাত আশা করছি।
প্রয়োজনে -01764-147033 (স্বপন, ছেলের বাবা)
সোহাগী- 01731582991( পার্সোনাল -বিকাশ)
লাজুফা-01995-653401(ডাচ বাংলা)
নয়ন- 01969-796969 (পার্সোনাল -বিকাশ)