45

05/02/2024 প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

সোহাগী আক্তার

২৯ অক্টোবর ২০২০ ২৩:২৮

শেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদরের পৌর মেয়র জনাব আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফেরদৌসী বেগম এবং প্রিয় অতিথি হিসেবে ছিলেন মাননীয় হুইপ স্ত্রী জনাব শান্ত্বনা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থী সাইফুল্লাহ ও গীতা পাঠ করে শেরপুর মডেল প্রাথমিক সরকারী বিদ্যালয় শিক্ষার্থী সম্প্রতি বসু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসের পক্ষে আক্রাম হোসেন এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন গণই বড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান সম্পা, সভাপতির পক্ষে বক্তব্য রাখেন ফারুক আল মাসুদ, সিনিয়র সহকারী কমিশনার(ভূমি)। জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় সেরা শিক্ষার্থী হয়েছেন হুইপ কন্যা সাবিয়া রহমান অপি। অপি বাগরাকসা চন্দ্রকান্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জেলায় মোট ২৫৫ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রৌপ্য ও ব্রোঞ্জ পদক দিয়ে অভিনন্দন জানানো হয়। এর মধ্যে টেলেন্টপুলে ১৪০ জন এবং সাধারণ গ্রেডে ১১৫ জন।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com