497

09/10/2024 নালিতাবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নালিতাবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মো: হারুন অর রশিদ

১৭ মে ২০২৩ ২২:১৫

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা খ্যাত শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ বুধবার দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ওয়াজ কুরুনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ডা: দলিল উদ্দিন, বিপ্লব কুমার বর্মণ, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক মোকলেছুর রহমান, কৃষি সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, ধর্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম সহ নালিতাবাড়ী উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।


যোগাযোগ: নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল: ০১৭১১ ৫১৫৫৬৫
ইমেইল: sherpurtribune@gmail.com