03/14/2025 বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুরঞ্জিত সরকার বাবলু।
হারুন-অর-রশিদ
১২ জানুয়ারী ২০২১ ০৬:১২
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচনে ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সুরঞ্জিত সরকার বাবলু। আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুরে জেলা নির্বাচন অফিসার ও নালিতাবাড়ী পৌরসভা সাধারণ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার বেসরকারিভাবে সুরঞ্জিত সরকার বাবলুকে কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে সুরঞ্জিত সরকার বাবলু ও মোঃ কামরুজ্জান মোট দুই জন মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু শেষ মুহুর্তে মোঃ কামরুজ্জান তার প্রার্থীতা প্রত্যাহার করলে ঐ ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় সুরঞ্জিত সরকার বাবলুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে।