শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা

রাজন মিয়া | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৯; আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ০১:৫০

ছবি: শেরপুর ট্রিবিউন

শেরপুরে মৃগী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা ১২ নং কামারিয়া ইউনিয়নের খুনুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল মিয়ার অংশগ্রহনমূলক নির্দেশনায় মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ১২ নং কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে মো. আঃ হালিম ও মো.কামরুল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

এ সময় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা কালে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ জন কে ১ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়াও ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট বালু দস্যুরা ভবিষ্যতে আর ড্রেজার চালাবেনা মর্মে মুচলেকা প্রদান করেন ।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top