ইসলামপুরে টিকাদান কর্মসূচি: প্রথম টিকা নিলেন শেরপুরের ডাঃ এ এম আবু তাহের

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫১; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫২

ছবিঃ সংগৃহীত

সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলাতেও আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির। ৭ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, একান্ত সচিব দিদার আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে মুক্তিযোদ্ধা শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএম আবু তাহের প্রথম টিকা গ্রহণ করেন। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৫টি কেন্দ্রে ৪৬৮৫ জনকে দেওয়া হবে।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top