ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ

মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩ ২১:০৯; আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ০৬:২১

ছবি: শেরপুর ট্রিবিউন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

এসময় তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় কলসপাড় ইউনিয়নবাসী সহ উপজেলার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক৷ সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top