শহরের উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিতকরণে বাক্কারেই ভরসা পৌরবাসীর।
শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১ ০৮:২০; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:১০
-2021-01-28-02-19-16.jpg)
আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও পৌরসভার উন্নয়ন বিবেচনায় পৌরবাসীর আস্থার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। আগামী ৩০ জানুয়ারী এ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে প্রথম দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর আবু বক্কর সিদ্দিক বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে পৌরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেন। দল মত নির্বিশেষে পৌরসভার প্রত্যেকটি মানুষের বিপদে তিনি পাশে থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নালিতাবাড়ী পৌরসভার দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনের স্থানান্তর ও আধুনিকায়ন তার হাতেই হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় বাঁশ ও কাঠের সকল বৈদ্যুতিক খুটির পরিবর্তে কংক্রিটের খুটি স্থাপন করেছেন। বিগত ৫ বছরে বর্জ্য ব্যবস্থাপণায় পৌর মেয়র অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। পৌরসভার নির্ধারিত বর্জ্য বহনকারী ড্রাম ট্রাক প্রতিদিন শহরের সকল বর্জ্য পরিস্কার করে। পৌরসভার পক্ষে নিয়মিত ভাবে শহরের প্রত্যেকটি জায়গায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করে মশাবাহিত রোগ থেকে শহরবাসীকে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করেছেন। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে শহরের জলাবদ্ধতা নিরসনেও সফলতা দেখিয়েছেন তিনি। শহরের মাঝে দীর্ঘদিনের ময়লার ভাগার পরিস্কার করে কাঁচারী পাড়া হতে সাহাপাড়া হয়ে গাজীর খামার ট্যাম্পু স্ট্যান্ড দিয়ে দুদুয়ার খাল পর্যন্ত ড্রেন নির্মাণাধীন যা বাস্তবায়ন সম্পূর্ণ হলে শহরের জলাবদ্ধতা থাকবেনা বলে সবার ধারনা।
এছাড়াও বর্তমান মেয়র পৌরবাসীর বিনোদনের জন্য কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারের সামনে ভোগাই নদীর তীরে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গন নামে মিনি পার্ক নির্মাণ করেছেন। শহরের যানযট নিরসনের লক্ষে তিনি শহরের ভিতরে অবস্থিত আব্দুর রশিদ মহিলা কলেজের পাশে অবস্থিত দীর্ঘদিনের গরু মহিষের হাট স্থানান্তর করেছেন। পৌরসভার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাতেও আমুল পরিবর্তন এনেছেন আবু বক্কর সিদ্দিক। শহরের অলিগলি সহ প্রায় সকল রাস্তা সংস্কার করেছেন তিনি।
এছাড়াও সম্প্রতি করোনা দুর্যোগে পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকের ভূমিকা সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে। সরকার হতে প্রাপ্ত অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে ব্যপকভাবে পৌরবাসীর পাশে দাঁড়িয়েছেন তিনি। পৌরসভার কোন মানুষকেই তিনি অনাহারে থাকতে দেননি। রাতের আধারে চাল, ডাল নিয়ে হাজির হয়েছেন এবং অসহায়দের মাঝে শত শত বস্তা খাদ্যসামগ্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করেছেন। তিনি জরুরি চিকিৎসায় যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য একদল তরুনদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন জাগ্রত মানবতা নামক স্বেচ্ছাসেবী সংগঠন। শীতকালে পৌরভবনের সামনে মানবতার দেয়াল নামক স্টল খুলেছেন যেখান থেকে গরীব ও দুস্থ ব্যক্তিগণ বিনামূল্যে শীতবস্ত্র সরবরাহ করেন। যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে আবু বক্কর সিদ্দিক বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি পালন করেন। তিনি তরুনদের খেলাধুলার কথা চিন্তা করে চালু করেছেন মেয়রকাপ ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আসর।
নির্বাচন ও সমসাময়িক বিষয় সম্পর্কে আবু বক্কর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন- "আমি মেয়র বা প্রশাসক হতে চাইনা, আমি পৌরবাসীর সেবক হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার নির্দেশে একটি আধুনিক ও উন্নত সবুজ পৌরসভা বাস্তবায়ন করাই আমার জীবনের একমাত্র লক্ষ।"
উল্লেখ্য- আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে নালিতাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।