৬২ টি পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন কর্তৃক,

নালিতাবাড়িতে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা।

হারুন অর রশিদ | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৭; আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৮

ছবিঃ শেরপুর ট্রিবিউন

নালিতাবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সহ নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে নালিতাবাড়ীর ৬২ টি ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠন

শুক্রবার (৫ফেব্রুয়ারী) বিকালে নালিতাবাড়ী শহরের নিলামপট্টি সড়কে সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন্দ্র চন্দ্র রায়, ওয়াজকুরুনী, অর্থবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সুরুজ্জামান, উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন গুলোর নির্বাচনকালীন সমর্থন ও সহযোগিতার প্রশংসা করেছেন নব নির্বাচিত মেয়রসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বাজারের ব্যবসায়ী, পেশাজিবী ও সেবামূলক সংগঠনকে সব সময় সহযোগিতা করার আশ্বাস দেন নবনির্বাচিত মেয়র। এছাড়াও নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top