৯৯৯ এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলো পুলিশ
মো: হারুন অর রশিদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৯; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:১১
-2022-09-09-20-02-43.jpg)
শেরপুরের নালিতাবাড়ীতে ৯৯৯-এ ফোন পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ বিভাগ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও গ্রামে এ বাল্য বিয়ের আয়োজন চলছিল।
সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও গ্রামের জনৈক আব্দুল জলিলের ১২ বছর বয়সী কন্যার সঙ্গে পাশ্ববর্তী ধোপাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আহমেদ খালেক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কে বা কারা ৯৯৯ এ ফোন করে বিষয়টি প্রশাসনকে জানালে নালিতাবাড়ী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ১২ বছর বয়সী ওই কন্যা শিশুর জন্ম ২০০২ সালে দেখিয়ে নিবন্ধন বানিয়ে বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে বরের বাড়িতে পাঠানোর কথা ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা ৯৯৯ এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওই বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করেছি।
বিষয়: বাল্যবিবাহ বন্ধ পুলিশ