ঝিনাইগাতিতে ষাটোর্ধ্ব দুই গাঁজাসেবীকে তবলীগে পাঠালেন ওসি

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ১ মার্চ ২০২১ ০৭:০৮; আপডেট: ২০ মে ২০২৪ ০১:৩৭

ছবিঃ শেরপুর ট্রিবিউন

শেরপুরের ঝিনাইগাতীতে ষাটোর্ধ্ব দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান।

২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে ঝিনাইগাতি থানা পুলিশের হাতে আটক হয় ওই দুই গাঁজাসেবী। এদের মধ্যে একজন কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান হবি (৬৫)। তিনি ঝিনাইগাতী উপজেলার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার বাসিন্দা। অপরজন মোঃ ওমর মিয়া (৬৫) একই উপজেলার পশ্চিম বাকাকুঁড়া এলাকার বাসিন্দা।

আটকের পর নিয়মিত গাঁজা সেবনের কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। পরে তাদেরকে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান। সেইসাথে তিনি তার নিজ অর্থায়নে তাদের জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা ও টুপি কিনে দিয়ে ঝিনাইগাতী থানা জামে মসজিদের পেশ ইমামের মাধ্যমে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন। গাঁজা সেবনের কারনে দীর্ঘদিন থেকে তারা শারীরীক ভাবে অসুস্থও ছিলেন তারা।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top