নকলায় আওয়ামীলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
সাদেকুর রহমান বাবু | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৬; আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৭
-2021-02-21-23-25-52.jpg)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, ৭৫ এর বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদী কন্ঠস্বর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজাহারুল আনোয়ার মহব্বত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা।