দরিদ্র কৃষকের ভূট্টা তুলে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১ ২০:৩৬; আপডেট: ২০ মে ২০২৪ ০২:২৫

ছবি: ইন্টারনেট হতে সংগৃহীত

নকলা উপজেলায় দরিদ্র কৃষকের ভূট্টা তুলে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ। শেরপুরের নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ভোটকান্দি এলাকার এক দরিদ্র বর্গাচাষীর আবাদী ভূট্টা জমি থেকে ভূট্টা তুলে বাড়িতে পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগের কর্মীরা

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত দরিদ্র বর্গাচাষী জসিম উদ্দিনের ৬৬ শতক জমির ভূট্টা তুলে ওইসকল ভূট্টা তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।নকলা উপজেলা ছাত্রলীগ কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ছাত্রলীগ কর্মী এ ভূট্টা তুলা কর্মসূচিতে অংশ নেয়।

দরিদ্র বর্গাচাষী জসিম উদ্দিন বলেন, বর্তমানে বোরো ধান কাটার মৌসুম চলছে। তাই সুলভ মূল্যে শ্রমিক মিলছিলো না। পর্যাপ্ত টাকা না থাকায় বেশি মূল্যের শ্রমিক দিয়ে ভূট্টা তুলতে আমি হিমশিম খাচ্ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমার ভূট্টা তুলে দেওয়ায় আমি খুব উপকৃত হলাম এবং তারা সঠিক সময়ে আমার ভূট্টা গুলো তুলে না দিলে তা হয়তো ক্ষেতেই নষ্ট হতো।

আবু হামযা কনক জানান, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলক বেশি হওয়ায় ও দেশে করোনা ভাইরাস এর কারণে অনেক গরীব অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে ও তাদের উৎপাদিত ভূট্টা তুলতে পারছিলো না। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক আমরা দরিদ্র কৃষকদের ধান কাটা ও ভূট্টা তুলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি এবং দেশ ও জাতির উন্নয়নে আমরা এরকম অসহায় বর্গাচাষী তথা দরিদ্র কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও সাধ্যমত তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top