নকলা উপজেলা শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন
হারুন অর রশিদ | প্রকাশিত: ২৪ মে ২০২২ ১৯:৩২; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৭
শেরপুরের নকলায় আবু হামযা কনক’কে আহবায়ক ও শাহরিয়ার তালুকদার সৌরভ, আ: রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ, আব্দুস ছোবাহান ও মাহফুজুল হাসানকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করেছেন জেলা ছাত্রলীগ। সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। তবে এই আহবায়ক কমিটির মেয়াদ থাকবে আগামী তিন মাস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কামরান হাসান রাব্বি, শামায়েল সরকার শায়েল, শাহিনুর রহমান, ফজলে রাব্বি রাজন, আলী আহসান সাগর, সালেহীন জামান জয়, নাইম হোসেন পাপ্পু, রফিকুল ইসলাম, ফয়সাল মাহমুদ জিহাক, আবু বক্কর সিদ্দিক, দিদারুল হক, সাজ্জাত হোসেন দীপু, রাইসুল ইসলাম রাসেল, রাকিবুল হাসান নিশাত, জাকারিয়া আলম নাদিম, নাজমুল হাসান তুষার, অমিত হাসান রুপক, ইউসুফ নবী স্বর্ন, আজোয়াদ সাকিব পূর্ণ, রোবায়েত হক রিফাত, এসএম মমিন হোসেন, লোকমান হোসাইন লিমন, কাউছার পারভীন স্বর্ণা, সাদেকুর রহমান বাবু, আমিনুল ইসলাম তুহিন, হৃদয় মিয়া, ইফতে খাইরুল সাগর, গোবিন্দ কর্মকার ও আল-আমিন আকন্দ।