নকলায় জাতীয় কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাদেকুর রহমান বাবু | প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ০৬:৩৪; আপডেট: ২০ মে ২০২৪ ০৩:৪৬

ছবি: শেরপুর ট্রিবিউন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১০২)তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১০মার্চ সকাল ১১টায় উপজেলা হল রুমে মার্চ মাসের জাতীয় কর্মসূচী পালন নিয়ে এ প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন ,নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন , ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও সহকারী কমিশনার কাওসার আহমেদ।

নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ২৫ শে মার্চ গণহত্যা দিবস সহ ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতি মুলক আলোচনা সভা য় গৃহীত পদক্ষেপ গুলো হচ্ছে,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোকসজ্জা, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করা। সেই সাথে জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন।

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নকলা সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপর সন্ধ্যায় নকলা মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। সেই সাথে নকলা উপজেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা নিয়ে সবার মতামত নেওয়া হয়।

একই সাথে উপজেলায় বিভিন্ন স্থানে স্বাধীনতার যুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচী পালন। এসময় গণমাধ্যমের সদস্য গণ উপস্থিত ছিলেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top