ট্রাক-সিনজি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৫ এ দাঁড়ালো।
শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১ ২১:৫৪; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:৫৮
-2021-01-31-15-53-15.jpg)
আজ ৩১শে জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ৮.৩০-৯.০০ টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে শেরপুর ঝিনাইগাতী সড়কে দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সিএনজিচালিত অটোরিকশাটি নালিতাবাড়ি উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুরের দিকে রওনা করলে দুর্ঘটনাস্থল মির্জাপুরেই তিন জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।
এলাকাবাসীর সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটকানো গেলেও পলাতক রয়েছেন চালক। সদর থানা অফিসার ইনচার্জ মামুন জানান,আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে,সেই সাথে চালককে ধরার জোড় চেষ্টা চলছে।
বিষয়: সড়ক দুর্ঘটনা সদর ট্রাক-সিএনজি