শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৬:০৩; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২২

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, শেরপুর জেলা শাখা-২০২৩ এর নির্বাচনে সাদেক-কাশেম পরিষদ সবগুলো পদে জয় লাভ করেছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শেরপুর শহরের খোয়াড়পাড় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, শেরপুর জেলা শাখার কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মো. সাদেক আলী চেয়ারম্যান পদে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আবুল খায়ের পান ৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. আবুল কাশেম সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১০২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৬৪ ভোট।

নির্বাচনে পাশ করার পর নব নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব মো. কাশেম সকল ভোটার দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন জয়ী ও পরাজিত প্যানেল একত্রিত ভাবে শেরপুর জেলার সকল অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে একসাথে কাজ করে যাবেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে উনারাও অংশীদার হতে চান এবং তিনি জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় উনার উন্নয়ন যাত্রার ভূয়সী প্রশংসা করেন।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top