শেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন
সোহাগী আক্তার | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১ ২০:২৮; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৯:০১

শেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের শুভ সূচনা করা হয়।
পরে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর পৌরসভার পক্ষে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের পক্ষে এডভোকেট চন্দন কুমার পিপি, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হীরু, শেরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ শরিফুর রহমান, জেলা যুবলীগের পক্ষে সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার পক্ষে ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দল, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও স্বল্প পরিসরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ওইসময় বেলুন উড়িয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এদিকে এ দিনটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।