শেরপুরে তরঙ্গ ফাউন্ডেশনের ইফতার বিতরণ
শেরপুর ট্রিবিউন | প্রকাশিত: ৩ মে ২০২১ ০৫:১৯; আপডেট: ৩ মে ২০২১ ০৬:২৪
-2021-05-02-23-18-03.jpg)
শেরপুর জেলার স্বনামধন্য সামাজিক সংগঠন " তরঙ্গ ফাউন্ডেশন"এর উদ্যোগে আজ শেরপুর শহরের থানার মোড় এবং বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করা হয়েছে।
যারা হাতে হাতে কিংবা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে ইতস্তত বোধ করে, তাদের কথা মাথায় রেখে ০২ মে,রোজ-রবিবার তাদের জন্য ইফতার সাজিয়ে সেখান থেকে স্বেচ্ছাসেবকরা চলে আসে এবং পথচারীর সহ সব ধরনের মানুষ তাদের ইচ্ছামতো ইফতার সংগ্রহ করেন। এবং স্বেচ্ছাসেবকরা হাতে-হাতেও ইফতার বিতরণ করে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি- মো: জোবায়ের, সাধারণ সম্পাদক: আকিব আহমেদ পিয়াল,সহ-সাধারন সম্পাদক: আলী হাসান, প্রচার সম্পাদক: তুষার সরকার, সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান সহ বাকি সকল সদস্য।
মানবিক এই সংগঠনটিও প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: আনোয়ার হোসেন মোশারফ। অরাজনৈতিক এই সংগঠনটি বিভিন্ন সময়ে করে বসায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্য করেছে।
দেশের প্রতিটা মানুষ যদি তাদের মত করে চিন্তা করত, শুধু নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবতো, তাহলে দেশে অভাব হলে কোন শব্দ থাকত না।।