শেরপুরে ৭ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বিতরণ

সোহাগী আক্তার | প্রকাশিত: ৪ মে ২০২১ ০৩:০০; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০২:৪২

ছবিঃ সংগৃহীত

করোনা ভাইরাস( কোভিড -১৯) এ ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ এবং লকডাউনে কর্মহীন হয়ে পড়া শেরপুরের অসহায় বিভিন্ন পেশার মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (০৩ মে) স্বাস্থ্যবিধি মেনে দুপুরে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে কর্মহীন ৭ শতাধিক নারী পুরুদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপকার ভোগীদের মধ্যে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ।
মানবিক সহয়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক ওয়ালিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুকতাদিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ।





এই বিভাগের জনপ্রিয় খবর
Top